হঠাৎ করে মূল্য বেড়েছে কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের। বিশেষ করে পেঁয়াজ সহ চিনি ময়দা ও ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পরেছেন মধ্যবিত্ত সহ নিম্ন আয়ের মানুষ।
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বিষয়টি আমলে নিয়ে অদ্য (২৬ সেপ্টেম্বর ২০২০) শনিবার ভোজ্যতেল তথা খোলা সয়াবিন তেলের বাজার দর পর্যবেক্ষণ করতে কয়েকটি আড়ত সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখেল নেতৃত্বে এ টিমে আরও ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাবু সুবির কুমার পাল। এসময় হাটখোলা রোডের কয়েকটি আড়ত পরিদর্শন করে সয়াবিন তেলের বাজার দরের বিষয়ে খোজ-খবর নেয়া হয়, এবং পাইকারি বিক্রেতাদের উদ্দশ্যে নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, ভোজ্যতেল নিয়ে কোন রকম কারসাজি করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি দোকানে দ্রব্যমূল্য তালিকা না থাকায় এবং মাস্ক না পরায় কয়েকজন দোকানদারকে সতর্ক করে দেন।
পরে জনবহুল ধুনটমোড় এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে এবং বাস- সিএনজি চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলা তথা মাস্ক পরিধান করা এবং অতিরিক্ত ভাড়া আদায় না করতে মাইকিং যোগে সচেতন করে দেওয়া হয়। এসময় ট্রাফিক পুলিশ, গ্রাম-পুলিশের সদস্যগণ এবং সরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন পুসাশ এর সদস্যগণ এই অভিযানে সহায়তা করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।