রাজধানী ঢাকার বারিধারায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রবিবার বিকেলে ৩টার দিকে বারিধারার আনসার ক্যাম্পের টিঅ্যান্ডটি কলোনির ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিকেল সাড়ে ৩টার দিকে দেশ রূপান্তরকে জানান ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আনিসুর রহমান।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি।