ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলার আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ছাগলনাইয়ার শুভপুরে সংবাদ সম্মেলন হয়েছে।৬ জানুয়ারি বুধবার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত মানব বন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম।সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সমর্থক ও সাংবাদিক নামধারী কাজী ফারুকের নানা অপকর্ম তুলে ধরা হয়।কাজী ফারুকের বিরুদ্ধে অভিযোগ সে বিভিন্ন দলের রাজনীতি করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে যাচ্ছে। সে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের বিরুদ্ধে ” কইয়া দিমু” নামক পেইজে বিভিন্নভাবে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতা কর্মীরা জানায় কাজী ফারুক বিভিন্ন এলাকার মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে। ইতিপুর্বে সে ছাগলনাইয়া পৌরসভার নাগরিক না হওয়া সত্বেও পৌর নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দেয় যাহা সম্পূর্ণ রুপে বেআইনি। এলাকার অপপ্রচারের অংশ হিসেবে গত সোমবার ৪ জানুয়ারী ২১খ্রি. ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাকে অপহরণের চেষ্টাসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেস্টুন ভাংচুরের মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে যে মানববন্ধন করে সেই মানববন্ধনে ফেনী জেলার কেউ উপস্থিত ছিলনা বলে দাবি করেন সংবাদ সম্মেলনের আয়োজক শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মাষ্টার আবুল কালাম , ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক নুরুল হুদা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল হক, ৫ নং ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি কাজী আবুল হাসেম, ৭ নং ওয়ার্ড সভাপতি এস. এম জাহিদ, ৮ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মমিনুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক নুর ইসলাম মেম্বার, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি মোঃ সেলিম,বর্তমান যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-যুগ্ন সম্পাদক মোঃ শাহজাহান, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবদুল আল মহসিন, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজান আহমেদ চৌধুরীসহ শুভপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ, কৃষকলীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।