ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তলন করা হয়নি। তবে কতৃপক্ষের অবহেলার কারণে এধরণের ঘটনা ঘটেছে বলে স্হানীয় লোকজন জানিয়েছেন। এদিকে সঠিক ভাবে পতাকা উত্তলন করা হয়নি বাজারের অনেক দোকান পাট গুলোতেও। পরে বাজার কমিটির সভাপতি মো. সেলিমের নেতৃত্বে দোকান পাট পরিদর্শন করলে তাড়াহুড়ো করে দোকানের সামনে পতাকা উত্তলন করা হয়।
জানতে চাইলে ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ( ৯নং ওয়ার্ড সদস্য) আবদুল কাদের সমীর বলেন, তিনি জরুরি কাজে ঢাকা যাচ্ছেন। স্বাধীনতা দিবসে কেন জাতীয় পতাকা উত্তলন করা হয়নি বিষয়টি তিনি খোঁজ নিবেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, স্বাধীনতা দিবসে ইউপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলন করা হয়নি বিষয়টি খুবি দুঃখ জনক। তিনি খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।
তথ্য ও ছবি /সাহাব উদ্দিন।