করোনা ভাইরাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার প্রকোপ সবচেয়ে বেশি ছিল নারায়ণগঞ্জে। করোনা থেকে জনগণকে সচেতনতার লক্ষ্যে আজ ৫/৪/২১ ইং তারিখ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ দিনের জন্য আবারো লকডাউন দেওয়া হয়েছে। কিন্তু এই লকডাউন মানছে না নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান পাগলা উচ্চ বিদ্যালয়। সরকারি বিধি নিষেধ না মেনে সম্পূর্ণ অবৈধ ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি খোলা রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের থেকে বেতন নেওয়া হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকরা জানতে পারিলে বিষয়টি, আজ দুপুর ১২ঃ১০ মিনিটে নারায়ণগঞ্জ এর চৌকস জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার কে জানায়। এসময় তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ অফিসার ইনচার্জ রাকিবুল হাসান কে বিষয়টি দেখার জন্য নির্দেশনা দিবেন।