করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের দাফন-কাফন করার লক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে সেখানকার কিছু উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবকের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ” বিদায় বেলার সহযোগী ” নামে একটি সংগঠন আত্নপ্রকাশ করেছে। এই সংগঠনে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগীতা প্রদান করেন একই ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মহসিন আলী। উক্ত সংগঠনের কাজ হল ইউনিয়নের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে এই সংগঠনের সদস্যরা নিজ দায়িত্বে কাফন-দাফনের ব্যবস্থা করবে।
বিজ্ঞাপন
আর্থিক সহযোগীতা প্রদানকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মহসিন আলী তাঁর একান্ত সাক্ষাৎকারে বলেন সারা বিশ্ব আজ কোভিড -১৯ তথা করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছে। এই অবস্থায় বিশ্বকে স্থবির করে দেওয়া ভয়াবহ করোনা রোগের ছোবল থেকে আমাদের ছাগলনাইয়া উপজেলায় ও মৃত্যুর ঘটনা ঘটছে।অহরহ আক্রান্ত হচ্ছে মানুষ,ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। বর্তমান প্রেক্ষাপটে করোনাসহ যে কোন মৃত্যুতে মানুষ সামাজিকভাবে ভয়ে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজায় এগিয়ে আসছেনা। কিছু কিছু ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবার ও নিকটাআত্নীয় স্বজনরাও দূরে দূরে থাকছে। এই অবস্থায় একজন মানুষ হিসেবে সামাজিক,মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে “ব্লাড ফাইটার্স কমিউনিটির” উদ্যোগে মৃত ব্যক্তির দাফন-কাফন ও জানাজার উদ্দেশ্যে উপজেলার ঘোপাল ইউনিয়নের কয়েকজন উদীয়মান তরুন স্বেচ্ছাসেবক নিয়ে অরাজনৈতিক অলাভজনক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “বিদায় বেলার সহযোগী” সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়েছে।এই ক্রান্তিকালে মানুষের পাশে এভাবে এগিয়ে আসার জন্য সমাজের সকল সচেতন এবং সামর্থ্যবানদের প্রতিও অনুরোধ জানান তিনি।