1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ক্যারিয়ার সেরা টাইমিংও যথেষ্ট হলো না – বাংলাদেশের দুই সাঁতারু / দৈনিক প্রথম সময়

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
চলতি টোকিও গেমস থেকে কোনো সুসংবাদই নেই বাংলাদেশের ক্রীড়াপিয়াসীদের জন্য। আরচারের পর সাঁতার থেকেও ফিরতে হচ্ছে শূন্য হাতেই। যদিও ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন বাংলাদেশের দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। তাদের ক্যারিয়ার সেরা টাইমিংও যথেষ্ট হলো না। হিট থেকেই বাদ পড়লেন দুজনই। শুক্রবার টোকিওর অ্যাকুয়াটিক সেন্টারে ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেন আরিফুল। তিন নম্বর লেনে চার নম্বর হিটে অংশ নেন তিনি। আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান পান আরিফুল। সময় নেন ২৪.৮১ সেকেন্ড। হিটে মোট ৭৩ জন প্রতিযোগীর মধ্যে ৫১তম স্থান পান আরিফুল। হিট পেরিয়ে চূড়ান্তপর্বে উঠেছেন ১৬ জন সাঁতারু। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেন জুনাইনাও। হিটে তিন নম্বর লেনের এক নম্বর হিটে অংশ নেন লন্ডনপ্রবাসী জুনাইনা। আট প্রতিযোগীর মধ্যে লাভ করেন পঞ্চম স্থান। সাঁতার শেষ করতে সময় নেন ২৯.৭৮ সেকেন্ড। হিটে মোট ৮১ জন প্রতিযোগীর মধ্যে ৬৮তম স্থান পান তিনি।

বিজ্ঞাপন

হিটে বিদায় নিলেও নিজেদের সেরাটা দিতে পেরেছেন আরিফুল ও জুনাইনা। ছাপিয়ে গেছেন নিজেদের। এর আগে এই ইভেন্টে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ^চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েন আরিফুল। আগের রেকর্ডের চেয়ে ০.১১ সেকেন্ড কম নিয়েছেন কিশোরগঞ্জের এই সাঁতারু। দুবছর আগে একই আসরে একই ইভেন্টে নিজের সেরা টাইমিং করেছিলেন জুনাইনা। তিনি সময় নিয়েছিলেন ৩০.৯৬ সেকেন্ড। অর্থাৎ আগের রেকর্ডের চেয়ে ১.১৮ সেকেন্ড সময় কম নিয়েছেন জুনাইনা।
এবারের টোকিও গেমসে সাঁতার ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেন তিনজনের প্রতিনিধি দল। দুই সাঁতারুর সঙ্গে কোচ হিসেবে ছিলেন নিবেদিতা দাস। আরচারে রোমান সানা ও দিয়া সিদ্দিকী চূড়ান্তপর্বে উন্নীত হলেও সাঁতারে সেটা পারেননি দুই সাঁতারু। আরচারের রিকার্ভ মিশ্র দ্বৈতে রোমান ও দিয়া বাছাইয়ে ১৬তম স্থান পেয়ে ওঠেন চূড়ান্তপর্বে। আরচারির রিকার্ভ এককে প্রথম রাউন্ডও পেরিয়েছিলেন রোমান। কিন্তু শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার লড়াইয়ে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর হেরে যান রোমান। নকআউট পর্বের শুরুতেই দিয়া হেরে যান। তবে গড়ে তোলেন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ৪-৪ সেটে সমতায় থাকার পর টাইব্রেকারে হারেন দিয়া। এবারের অলিম্পিকে বাংলাদেশের হয়ে পতাকা বহন করেছিলেন আরিফুল। অবশ্য তিনি ও জুনাইনা দুজনই অলিম্পিকে অংশ নেন ওয়াইল্ড কার্ড নিয়ে। সরাসরি অংশ নিতে না পারার খেসারতও দিতে হয়েছে আরিফুলকে। ৫০ মিটার ফ্রিস্টাইল আরিফুলের ফেভারিট ইভেন্ট নয়। ২০১৯ সালে সর্বশেষ এসএ গেমসে তিনি ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশই নেননি। যারা ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পান, তাদের নিজেদের পছন্দমতো ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ নেই। সাঁতারের ক্ষেত্রে এটা নির্ধারণ করে ফিনা (আন্তর্জাতিক সাঁতার সংস্থা)। তাদের নির্ধারিত ইভেন্টেই অংশ নিতে হয় খেলোয়াড়দের। নিজের প্রিয় ইভেন্টে অংশ নিতে চাইলে, সরাসরি কোটা প্লেস নিয়ে মানে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। এবারের আসরে বাংলাদেশের শেষ ইভেন্ট আগামীকাল। আগামী রোববার ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন জহির রায়হান। বাংলাদেশ থেকে মোট ছয়জন প্রতিযোগী অংশ নেন অলিম্পিকে। পাঁচজনই ফিরেছেন শূন্য হাতে। সবার আগে বিদায় নেন শুটার আব্দুল্লাহেল বাকী। এরপর রোমান ও দিয়া এবং আরিফুল ও জুনাইনা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD