ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগন্জ এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে মহাসড়কের মুহুরীগন্জ এলাকার বোগদাদিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
মুহুরীগন্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঢাকা থেকে চট্রগ্রাম মুখি একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।এসময় ঘটনাস্থলেই গাড়ীর চালক সহ তিন জন মৃত্যুবরণ করেন।পরে খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মৃত্যুবরণ কারীরা হলেন গোপালগঞ্জ জেলার সদর থানার গফুর শেখ এর ছেলে গাড়ী চালক মো: সুজন (২৮) সহ তার সঙ্গে থাকা মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মাজেদ মাতাব্বর এর ছেলে শামীম হাসান (২৭) ও চাপাইনবাবগন্জ জেলার ভোলার হাট থানার ওয়ারেশ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৭)।