ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার(১৫ আগস্ট) বাদ আছর পৌরসভার কার্য্যলয়ে কমিশনার সাইফুল ইসলাম স্বপন’র সঞ্চালনায় ও পৌর মেয়র এম. মোস্তফার সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মীর হোসেন, কমিশনার সাইফুল ইসলাম স্বপন সহ আরো অনেকেই।উক্ত আলোচনা সভার সভাপতি পৌর মেয়র এম. মোস্তফা বলেন, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন আজ। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। সেই হত্যাকান্ডের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা জানান।
আলোচনা সভা শেষে উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোঃ আতাউল্যাহ্ এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তাঁর পরিবারের ১৬ সদস্যর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিল বিভিন্ন পেশাজিবী, রাজনৈতিক নেতাকর্মি, সাংবাদিক, সুশীল সমাজ, পৌর কর্মকর্তা কর্মচারি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।