২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার গাড়িবহরে হামলার ঘটনায় উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার আব্দুল মালেক ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলী সরকারের ছেলে।
এর আগে গত ১৫ নভেম্বর উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বিস্ফোরক দ্রব্য আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করে। আব্দুল মালেক ওই মামলার নামীয় আসামী।
থানা সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত্রি ৯টা ১৫ মিনিটে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এরপর থানায় পৌঁছনোর সে বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করে শারীরিক তেমন কোনো সমস্যা না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মেডিকেল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে অদ্য রবিবার (২২ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।