বগুড়ার শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈফ হোসেন ও উপপরিদর্শক (এসআই) রয়েল হোসেন এর নেতৃত্বে উপজেলার বিশালপুর ইউনিয়নের শ্যামনগর গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ একজন নারীসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার যতীন্দ্রনারায়ন গ্রামের সামছুলের স্ত্রী মোছাঃ সাবিনা বেগম (৩১) ও লালমনিরহাট সদরের শাহজাহান কলোনির মৃত আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ রমজান আলী (৩৯)।
এছাড়াও উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার সুইপার পট্টি থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ মৃত হেলাল বাসফোঁড়ের ছেলে রবি বাসফোঁড় (২৫) কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) শেরপুর থানা পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তি তাদের গ্রেফতার করা হয়েছে এবং আদ্য শনিবার
(২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।