ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জয়পুর – ঘোপাল জুনিয়র একাদশের আয়োজনে উপজেলার জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় ফেনীর সাউথইস্ট ডিগ্রি কলেজ একাদশ ৪-২ গোলে আরসিবি রাধানগর একাদশকে হারায়।
জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ এমরান ভূঁইয়ার সভাপতিত্বে ও কামাল উদ্দিন ভূঁইয়া বাড়ী জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক সামছুল হুদা মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন।
খেলার উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা ছাত্র দলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল,
বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্র দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেবল হক পোদ্দার, দাগনভূইয়া উপজেলা ছাত্র দলের আহবায়ক রাজিব হোসেন,ছাগলনাইয়া পৌর ছাত্র দলের আহবায়ক ইব্রাহিম খলিল বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা শাখার সহ কোষাধ্যক্ষ এডভোকেট প্রিন্স মাহমুদ চৌধুরী, আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক নাসির উদ্দিন রাকিব,পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আইয়ুব মির্জা,নাজমুল হাসান সাগর,পৌর ছাত্র দলের সিনিয়র সদস্য এহতেশামুল হক জার্দানী ও ঘোপাল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন চৌধুরী রাকিব প্রমূখ।