শাহী মহল্লা কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের ভেজ ঢালাই কাজ শুভ উদ্বোধন তবে চলছে বাধা বিপত্তি/ দৈনিক প্রথম সময়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ :
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে সকালে শাহী মহল্লা কবরস্থান মসজিদের ভেজ ঢালাই নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদার, ৬ নং ওয়ার্ড মেম্বার হাজী রোকনউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ডাঃ বিএম আনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই মসজিদটি নির্মাণ নিয়ে চলছে অনেক বাধা বিপত্তি। এই কবরস্থান মসজিদের পাশে বেশ কয়েকটি কবর ছিল। মসজিদটি নতুন করে বড় পরিসরে নির্মাণ করার জন্য মসজিদ নির্মাণের স্বার্থে কবরগুলো সরিয়ে নেয়া হয়। তবে সম্প্রতি মসজিদের নিচে মার্কেট না কবরস্থান সহ মসজিদের নিচে মার্কেট নির্মাণ এ নিয়ে উঠে এসেছে অনেক বাধা বিপত্তি। এই মসজিদটির নিচে মার্কেট হবেনা এই দাবীত মানববন্ধন হবার কথা ছিল। তবে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধি প্রাপ্ত কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু এর সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা সভা করেন।
এ সময় ৬ নং ওয়ার্ড মেম্বার রোকন বলেন, মসজিদের নিচ তলায় মার্কেট হওয়া যায় কিন্তু যেখানে কবর ছিল সেখানে কিভাবে মার্কেট হয়? আর আমি একজন ইউপি মেম্বার হিসেবে কখনো এই মাদ্রাসার উন্নয়নকাজে দাওয়াতের চিঠি পাই নাই।
এ সময় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু বলেন, এই মসজিদের নিচে প্রায় বিশ হাজার কবর ছিল এখানে কিভাবে মার্কেট হবে? এ ব্যাপারে চেয়ারম্যান সেন্টু কে কয়েকজন মুফতির সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ জানান।
মসজিদ কমিটি জানান, মসজিদ নির্মাণের জন্য আমরা জনদরদি এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশনা অনুযায়ী মসজিদটি বড় পরিসরে করার জন্য কিছু কবর অন্যত্র সরিয়ে ফেলেছি। আর মসজিদের নিচে মার্কেট নয়। মসজিদের একপাশ দিয়ে কিছু দোকান থাকবে। যাদের এডভান্স এর টাকা দিয়ে মসজিদের কাজ দ্রুত নির্মাণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আর মসজিদের ভেতরের দিকে যে দোকানগুলো থাকবে তা মসজিদ পরিচালনা কমিটির অফিস, খাদেমের রুম, ইমাম সাহেবের থাকার ব্যবস্থা সহ জানাযার খাট, মৃত লাশ গোসল করানোর ব্যবস্থা এই সকল কাজ এর জন্য নিচতলা ব্যবস্থা থাকবে। দ্বিতীয় তলায় জানাযার নামাজের ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে সেন্টু চেয়ারম্যান বলেন, মসজিদ আল্লাহর ঘর। এ নিয়ে দ্বন্দ্ব হলে আল্লাহ পাক রাব্বুল আলামীন নারাজ হবেন। বিভিন্ন স্থানে মসজিদের নিচে দোকান থাকে। যেমনটি বায়তুল মোকাররম জামে মসজিদের নিচেও রয়েছে। তবে যেহেতু এই এলাকাটি আল্লাহর রহমত পূর্ণ একটি এলাকা প্রয়োজনে কয়েকজন মুফতির পরামর্শ অনুযায়ী মসজিদের নিচে দোকান থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত পড়ে নেয়া হবে। জনদরদি এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে মসজিদের কাজ সুন্দর সুষ্ঠু ভাবে চলছে। তাই আপাতত মসজিদের কাজ সুষ্ঠুভাবে চলতে থাক পরবর্তীতে দোকান হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আর সকলকে মসজিদটি দ্রুত নির্মাণের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।