ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটস্থ লিভারপুল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতায় বঙ্গবন্ধু পরিষদ জয়ী হয়েছে।
২১ফেব্রুয়ারি (রবিবার) রাতে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপুর এডুকেশনাল এস্টেটের কো-অপ্ট সদস্য আর.টি.এন আনোয়ার হোসেন।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবাদুল হক মেম্বার,সাবেক ছাত্র নেতা ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল মামুন,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী,গিয়াস উদ্দিন,ধর্মপুর এডুকেশনাল এস্টেটের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ মজুমদার প্রমুখ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আমজাদহাট বঙ্গবন্ধু পরিষদ ও মমিন ইলেকট্রনিক্স দল অংশ গ্রহণ করে।
দর্শকদের উপচে পড়া ভীড়ের মধ্যে অনুষ্ঠিত এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা সকলের নজর কাড়ে। দর্শকপ্রিয় এ খেলায় মুহুর্মুহু শ্লোগানে খেলায় বিজয়ী দল আমজাদহাট বঙ্গবন্ধু পরিষদ ও রানার্স আপ মমিন ইলেকট্রনিক্স দলকে প্রধান অতিথি আর.টি.এন আনোয়ার হোসেন পুরস্কার বিতরণ করে।
উক্ত টুর্নামেন্ট’র সমাপনী ব্যক্তবে অনুষ্ঠানের সভাপতি মোশারফ হোসেন বলেন-আজকের এই খেলা খুবই চমৎকার হয়েছে কোন রকম ঝামেলা ছাড়াই আমি সকল আয়োজকদের সাধুবাদ জানাই আশা করি আগামীতে আরো ভালো ভালো খেলাধুলার আয়োজন করবে।