নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদ নিয়ে ইতিপূর্বে অনেক জল ঘোলা হয়েছে। একটা সময় ১০ কাটা বরাদ্দের মসজিদ নির্মাণের জমি ৫ কাটা নির্মাণের কথা হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে নতুন কমিটি ১০ কাঠা জায়গার মধ্যেই মসজিদ নির্মাণ করেন। বিগত কমিটির সভাপতি ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলাউদ্দিন হাওলাদার এই মসজিদটিতে ১ টি এসি দিয়েছিলেন এবং পাশাপাশি জনগণের অর্থায়নে আরও ২ টি এসি মসজিদে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান কমিটি তা বিক্রয় করে ফেলেছে বলে এমন অভিযোগ উঠেছে? এলাকার মুসল্লী একরামের প্রশ্ন সম্পূর্ণ ভালো ৩টি এসি কেন বিক্রয় করা হলো?
এছাড়াও শাহী মহল্লা কবরস্থান জামে মসজিদের পাশে প্রতি শুক্রবার ১টি হলিডে মার্কেট বসে। তা নিয়েও অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল বিগত শাহী মহল্লা কবরস্থানের মসজিদ কমিটির। কিন্তু বর্তমানে শুক্রবার এর হলিডে মার্কেট বিশাল পরিসরে করা হচ্ছে এবং এর থেকে বিশাল পরিমাণ চাঁদাও নেয়া হচ্ছে।এই চাঁদা কারা নিচ্ছে সে সম্পর্কে কাল ধোঁয়াশা রয়ে গেছে জনগণের মাঝে।