বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২১ জুলাই সোমবার দুপুরে বিএমএসএফ ফেনী আহ্বায়ক কমিটির আয়োজনে শহরের ডাক্তার পাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান আহবায়ক কমিটির সদস্য সচিব সাদ্দাম হোসেন গনি’র পরিচালনায় আহবায়ক জহিরুল ইসলাম জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের ফেনী নির্বাহী সম্পাদকঃ ও বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ তমিজ উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর সেলিম, সড়ক ও জনপথ ফেনীর সাবেক উপ বিভাগীয় প্রকৌশলীও ফেনীর বাণী ডটকমের উপদেষ্টা সম্পাদক মোঃ আবদুস সহিদ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ দাগনভূঞা উপজেলা প্রতিনিধি ও দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য ফেয়ার বার্তা সম্পাদক কাজী সালাউদ্দিন নোমান,
অনুষ্ঠানের আলোচনা সভায় বিএমএসএফ ফেনী জেলা কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি নিরূপণে সদস্য আহবানের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
এছাড়া বিএমএসএফ সাংবাদিকদের জন্য কথা বলে ১৪ দফা দাবি নিয়ে হাটি হাটি পা,পা করে আজ অষ্টম বছরে পা রেখেছে সে বিষয়ে উক্ত সংগঠনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান কে সাফল্যমন্ডিত করা হয়।