ঢাকা০৫ আসনের উপনির্বাচন খুব শীঘ্রই হতে যাচ্ছে এরই মধ্যে মনোনয়ন প্রত্যাশীরা প্রচার প্রচারণায় নেমেছেন ঘুরে ঘুরে দেখা গেল ঢাকা ৫ ব্যানার পোস্টার বিলবোর্ডে ভরে গেছে মনোনয়ন প্রত্যাশীদের ছবিতে। তারই ধারাবাহিকতায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা প্রচারে সবার থেকে এগিয়ে রয়েছেন ঢাকা মহানগর দক্ষীন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সংগ্রামী সভাপতি ঢাকা ৫ উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাশী মাটি ও মানুষের নেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন। যিনি এই করোনা দুর্যোগকালীন সময়ে ও তার নিজের কথা চিন্তা না করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন জনপ্রতিনিধি না হয়েও তিনি প্রতিদিনই অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছেন যা সত্যিই নজিরবিহীন।
এসময় প্রতিবেদকের এক সাক্ষাৎকারে আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন,
ঢাকা ৫ আসনের উন্নয়ন নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে যদি নেত্রী আমাকে সেই সুযোগটা দেন তাহলে আমি এই ৫ আসনের এলাকাগুলোকে একটি রোল মডেল টাউন হিসেবে গড়ে তুলবো
আমার এই ঢাকা-০৫ আসনের সমস্যা যদি তুলে ধরি তার মধ্যে প্রধান সমস্যা হল পানি সংকট ও জলাবদ্ধতা।তাই এই সংকট থেকে মুক্তি পেতে আমার কয়েকটা পরিকল্পনা রয়েছে।তাদের মধ্যে অন্যতম হলোঃ
* গভীর নলকূপ সাবমারসিবল পাম্প ব্যবহার করে পানি উত্তোলনের কারণে ভূগর্ভ পানির স্তর ২০ থেকে ২২ ফুট নিচে নেমে গেছে।
* এসব এলাকায় কৃষি ও গৃহস্ত পালিত কাজে পানি সরবরাহের কাজে বেশ সংকট রয়েছে।
আমি নির্বাচিত হলে এলাকার অবৈধ সাবমারসিবল পাম্প বন্ধ করব এবং জাতীয় সংসদ অধিবেশনে আলোচনায় মাধ্যমে ঢাকা ওয়াসাকে অন্যত্র থেকে পানি নেওয়ার অনুরোধ করবো।
পাশাপাশি জলাবদ্ধ এলাকায় জমে থাকা নোংরা পানি পরিশোধন করে তা ব্যবহার উপযোগী করতে বিদেশী প্রযুক্তির সর্বাধুনিক পানি শোধনাগার স্থাপন করব প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড। জমে থাকা পানি নিষ্কাশনের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় খাল খনন ও সংস্কার গতিশীল করা হবে।
এসব এলাকায় প্রচুর কল কারখানা রয়েছে আর এই কল কারখানার বিষাক্ত ময়লা পানি কৃষিজমি, খাল বিল এবং পুকুরে পড়ে থাকে।তাই এসকল পরিবেশ দূষণ কলকারখানা বিষাক্ত পানি ও ময়লা থেকে বাঁচতে আমাদের যথাযথ উদ্যোগ নেওয়া হবে। কর্মস্থল নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক বৈচিত্র রক্ষায় দূষণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ইনসাআল্লাহ।
সর্বশেষে তিনি বলেন, আমার নেত্রী বঙ্গবন্ধু ক্ণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে জয়ী হয়ে মরহুম এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব এবং আমার প্রতিশ্রুতি অনুযায়ি জনগনের মাঝে মানবসেবা দেব।