ফেনী ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সভাপতি,ফুলগাজী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান। আবদুল_আলিম_মজুমদার এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছালানো হচ্ছে।
চবিতে যে মানুষটাকে দেখছেন নিলক্ষী গ্রামের আহসান উল্যাহ।সে একজন প্রতিবন্ধী।তাকে ভিবিন্ন সময় ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা পরিষদের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে আসছি ।তাকে হুইল চেয়ার প্রদান সহ ভিবিন্ন প্রাকৃতিক দুযোর্গে আমরা তার পাশে দাঁড়িয়েছি।
যে চবিটি নিয়ে অপ্রচার চালানো হচ্চে সেটি ২০১৭ সালের,তৎক্ষণাৎ বন্যা পরিদর্শনে গিয়ে আবদুল আলিম মজুমদার সেখানে থাকা দোকান থেকে যা পেয়েছেন তা দিয়ে সহযোগিতা করেছেন।
আমাদের প্রশ্ন হলো যারা এত অপ্রচার নিয়ে ব্যাস্ত তারা একটি চবি একটি প্রমাণ দেখিয়ে দেন আপনারা কখন কোন প্রাকৃতিক দুযোর্গে কোন মানুষকে কি সহযোগিতা করেছেন।মানুষের ভালো কাজ কে উৎসাহিত না করে একটি পক্ষ বারবার ভিবিন্ন অপর্কম অপ্রচারে ব্যাস্ত থাকেন।তাদের প্রতি আহবান থাকবে বিপদে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে মানুষের পাশে দাঁড়ান।