কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
এটাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে এ নিয়ে দুই বাহিনীর মধ্যে সম্পর্কে চিড় ধরবে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ঘটনাস্থল পরিদর্শনে এসে কক্সবাজার সৈকতে অবস্থিত সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ে দুই বাহিনী প্রধান এমন প্রত্যয় ব্যক্ত করেন।
সিনহা নিহতের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সিনহা নিহত নিয়ে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী ও পুলিশের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
’
তিনি বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তার জন্য কোনো প্রতিষ্ঠান দায়ী হতে পারে না। তদন্ত কমিটি যাদের দোষী সাব্যস্ত করবে, অবশ্যই তাদেরকে শাস্তি পেতে হবে। ’
সেনাপ্রধান বলেন, ‘কোনো প্রতিষ্ঠান জড়িতদের সহযোগিতা করবে না। এঘটনায় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্কের কোনো ধরনের ফাটল সৃষ্টি হবে না। ’
এ সময় আইজিপি বেনজীর আহমেদ বলেন, ‘টেকনাফে যে ঘটনাটি ঘটেছে, সেটির কারণে দুই বাহিনীর মধ্যে সম্পর্কের কোনো ব্যত্যয় ঘটবে না। বরং আমাদের লক্ষ্য হবে যে, প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবে। ’
তিনি বলেন, ‘কমিটি তদন্ত করে যে প্রতিবেদন দেবে সে অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে এবং সেটাই গ্রহণ করা হবে। ’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘ওই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই উস্কানিমূলক কথা-বার্তা বলছে। এসব বলে তারা সফল হতে পারবে না।
কারণ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। ’
এর আগে দুপুর দেড়টার দিকে বিমানবন্দর হয়ে কক্সবাজার সৈকতে অবস্থিত সেনাবাহিনীর রেস্ট হাউস জলতরঙ্গে এসে পৌঁছান দুই বাহিনী প্রধান।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পরে বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফের শামলাপুর ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাপ্রধান ও আইজিপি।
এদিকে দুপুর ১২টার দিকে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে কক্সবাজার আদালতে মামলা করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানাকে এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলাটি র্যাবকে তদন্ত করারও আদেশ দেওয়া হয়েছে।