ফেনীর ছাগলনাইয়ায় রবিবার সকালে স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের দুই দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন অনুষ্ঠানে আনন্দ র্যালি ।
ফেনীর ছাগলনাইয়ায় দুই দিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। রবিবার সকালে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মেলা শুরু হয়।
ফেনী জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিশু মেলা উদ্বোধন করেন, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজগর আলী।
ফেনীর ছাগলনাইয়ায় রবিবার সকালে স্থানীয় সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের দুই দিন ব্যাপী শিশু মেলা উদ্বোধন অনুষ্ঠানে আনন্দ র্যালি ।
বিশেষ অতিথি ছিলেন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল মোল্লা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মাশকুর রহমান পিপিএম।
উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক গোলাম আবছার, ছাগলনাইয়া প্রেস ক্লাব সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন ও নজরুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সদস্য এম নিজাম উদ্দিন মজুমদার সজিবসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় মোট ১৬টি স্টল স্থান পায়। ফেনী জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির জানান, শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে দুই দিন ব্যাপী এ শিশু মেলার আয়োজন করা হয়।