1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড পাকিস্তান দূতাবাস থেকে মনিটর হয়: হানিফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড পাকিস্তানি দূতাবাস থেকে মনিটর করা হয় উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত কখনো ছিন্ন হবে না। জামায়াতের আমির বলেছেন তারা যুগপৎ আন্দোলনে থাকবে। এটি তাদের রাজনৈতিক কৌশল। একাত্তরে জামায়াত, পঁচাত্তরে জিয়া পাকিস্তানের পক্ষে কাজ করেছে। এখনো তাদের উত্তরসূরীরা একই কাজ করছে।

রবিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সব শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে পাকিস্তানের এ টিম, বি টিম বিএনপি-জামায়াতকে কোণঠাসা করে রাজনীতি থেকে নির্মূল করতে হবে। বাংলাদেশ থেকে পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামায়াত যতদিন নিশ্চিহ্ন না করা হবে ততদিন তারা ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।  বাংলাদেশে বিএনপি-জামায়াতের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, ২০০৪ সালে তারেক রহমান বলেছে, ছাত্রদল, ছাত্রশিবির একই মায়ের পেটের দুই ভাই। তারা একই জায়গা থেকে তৈরি, পাকিস্তানের আদর্শে বিশ্বাসী।

আওয়ামী লীগ সরকার টর্চার সেল বানিয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে বিএনপি নেতাদের এমন অভিযোগে জবাবে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আয়নাঘর নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন সরকার টর্চার সেল করে বিএনপি নেতাদের নির্যাতন করছে। আবার বলছেন ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করেও এখানে নির্যাতন করা হয়েছে। অথচ সেই সময়ে সামরিক বাহিনী দেশ চালাচ্ছিল। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? মূলত বিএনপির সময়ে আয়নাঘর তৈরি হয়েছে, তারা তৈরি করেছে।

হানিফ বলেন, গাজীপুরের মালয়েশিয়া প্রবাসী এক ছেলে সেলিমকে দিয়ে মিথ্যাচার করে ভিডিও ছাড়া হয়েছে। সরকার গ্রেপ্তার করলে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন নিত। একজন প্রবাসীকে গ্রেপ্তার করা আওয়ামী লীগের কী দরকার? বিএনপি নেতারা এসব নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছে।

বাংলাদেশে গুম, খুনের রাজনীতি জিয়াউর রহমান শুরু করেছেন উল্লেখ করে হানিফ বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সামরিক বাহিনীর ১২০০ সদস্যকে বিনাবিচারে ফাঁসি দিয়েছে। তাদের অপরাধ ছিল তারা মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের মৌলভী সোহেলকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল। তার লাশও পাওয়া যায়নি।

দেশের প্রতি বিএনপি কমিটমেন্ট কোন জায়গায় এমন প্রশ্ন রেখে তিনি বলেন, প্রশাসনের কয়েকজনের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আসল। এখন পুলিশ প্রধান ভিসা পেয়ে আমেরিকা যাচ্ছে। বিএনপি হতাশ। যে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল সেই আমেরিকা ভিসা দিয়েছে এতে বিএনপি কেন কষ্ট লাগছে? আসলে এদের প্রভু পাকিস্তান। তারা দেশের উন্নয়ন দেখতে চায় না। বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায়।

হানিফ বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন। ক্ষমতা দখলের হত্যাকাণ্ড ছিল না। নিরীহ সদস্যরা হত্যার শিকার হয়েছে এ নজির পৃথিবীতে নেই। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য তাকে সপরিবার হত্যা করা হয়।

বঙ্গবন্ধু বিশ্ববন্ধু ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় শোষিত মানুষের পক্ষে ছিলেন। তিনি ছিলেন জনগণের নেতা। সদ্য স্বাধীন দেশের রাষ্ট্রনায়ককে নিয়ে বিশ্বের নেতারা উচ্ছ্বসিত প্রশংসা করেছে। দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতি মূল্যায়ন ধরে রাখতে পারেনি।

তিনি বলেন, কিছু বিপদগামী সৈন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছে এটা সত্য কিন্তু এর মূল চক্রান্ত করেছে পাকিস্তান ও তাদের পশ্চিমা মিত্র। তার বাইরে আরো মূল চক্রান্তাকারী ছিল। দেশ থেকে বিভেদ দূর করতে হলে যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল তাদের মুখোশ উন্মাোচন করা প্রয়োজন।

হানিফ অভিযোগ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছে। রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে পাকিস্তানি আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু হত্যায় নেপথ্যে থেকে মূল হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযোদ্ধার দল অথচ এই বিএনপি ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতি, অর্জন ধ্বংস করেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়া ক্ষমতা দখল করে ৭ই মার্চের ভাষণ, জয় বাংলা নিষিদ্ধ করেছে। সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গায় পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছিল সেই চিহ্ন মুছে দিতে শিশু পার্ক বানিয়েছিল। পাকিস্তানের পরাজয়ের কালিমা রাখতে দেয়নি। যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়েছে, রাজাকারদের দিয়ে মন্ত্রীসভা গঠন করেছে। রাজাকার গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছে।

বিএনপি এখনো পাকিস্তানের আদর্শ অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন হলে খুশি হয় না। তারা ক্ষমতায় থাকতে কোনো কিছু করতে পারেনি উল্টো দেশকে ব্যর্থ, জঙ্গী রাষ্ট্র বানিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা অন্ধকার থাকা দেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। উন্নয়ন বাধাগ্রস্ত করতে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করে উসকে দিচ্ছে।

বিজ্ঞাপন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD