বড় ধরনের বিপর্যের মুখে পড়েছে গুগল। বিশ্বজুড়ে কাজ করছে না জিমেইল, ড্রাইভ, ইউটিউবসহ টেকজায়ান্টটির প্রায় সব সেবা। বিবিসি এ খবর দিয়েছে।
জিমেইল খুলতে গেলেই ‘টেম্পোরারি ইরর’ লেখা দেখাচ্ছে। সঙ্গে বার্তা আসছে- We’re sorry, but your account is temporarily unavailable. We apologise for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite Status Dashboard for the current status of the service.
এছাড়া বিশ্বজুড়ে কাজ করছে না গুগলের ভিডিও সেবা ইউটিউব। ভিডিও সেবাটিতে মেসেজ আসছে সামথিং ওয়েন্ট রং। গুগল প্লে স্টোর, গুগল ম্যাপস, গুগল হ্যাংআউট ও গুগল মিটও কাজ করছে না।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে ঢুকতে না পেয়ে অন্তত ৯ হাজার ইউজার অভিযোগ করেছেন ডাউনডিটেকটরের কাছে। একই ধরনের অভিযোগ জিমেইল নিয়েও। ইউজারদের বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে তথ্য দিয়ে থাকে ডাইউডিটেকটর।
অনলাইন প্ল্যাটফর্মটি জানায়, অভিযোগকারীদের মধ্যে ৭৯ শতাংশ ইউজার লগিং করতে সমস্যায় পড়েছেন। ১৫ শতাংশ ওয়েবসাইটেই ঢুকতে পারছেন না।
এমন বিভ্রাটে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে গুগলের সেবা কার্যত ভেঙে পড়েছে। এ ঘটনাকে গুগলের ইতিহাসে মহাবিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।