এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ২০ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। মহামারি ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে যাওয়া এই পরীক্ষার ফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। করোনায় ‘প্রস্তুতি ঘাটতি’ থাকায় এ বছর পুনর্বিন্যস্ত পাঠ্যসূচিতে পরীক্ষা নেওয়া হয়। ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান-এসব বিষয়ে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।
রেওয়াজ অনুযায়ী সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে পাবলিক পরীক্ষার ফল তুলে দেবেন। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিকে অভাবনীয় ফল করে পাসের আনন্দে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আত্মহারা হবেন। সেই রেশ না কাটতেই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভালো কলেজে ভর্তি নিয়ে কপালে পড়বে দুশ্চিন্তার ভাঁজ।
টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষার ফল নিয়ে টেনশন তো আছেই। ভালো রেজাল্ট না করতে পারলে ভালো কলেজে ভর্তি হতে পারব না। জান্নাতের বাবা ব্যাংকার উজ্জ্বল আহমেদ বলেন, মেয়ে যা ফল করবে তাতেই খুশি। করোনা মহামারি তারপর বন্যার কারণে এবারের এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ভালো হয়নি। এরপরও রেজাল্ট ভালো হবে-আশা রাখি।
বিগত বছরগুলোর মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। রাজধানী ঢাকা ও অন্যান্য জেলা শহরে ভালো কলেজে ৪০ হাজারের কিছু বেশি আসন রয়েছে। ঢাকার শীর্ষ কলেজগুলোয় বরাবরের মতোই ভর্তির লড়াইটা বেশি। ঢাকার কলেজগুলোর মধ্যে ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে নটর ডেম কলেজ। এবারও খ্রিস্টান ক্যাথলিক চার্চ পরিচালিত নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, নটর ডেম কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৮০০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩০০, মানবিক ৪১০ ও ব্যবসায় শিক্ষা ৭৬০টি আসন রয়েছে। মেয়েদের পছন্দের শীর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৭৬০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩১৬, মানবিক ২৬৪ ও ব্যবসায় শিক্ষা ৩১১টি আসন রয়েছে। দেশের সরকারি কলেজগুলোর মধ্যে পছন্দের শীর্ষে থাকা ঢাকা কলেজে বিজ্ঞান ৯০০, মানবিক ১৫০ ও ব্যবসায় শিক্ষা ১৫০টি আসন রয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৬৫০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৯০, মানবিক ১৯০ ও ব্যবসায় শিক্ষা ২৪০টি আসন রয়েছে। হলিক্রস কলেজে বিজ্ঞান ৭৮০, মানবিক ২৭০ ও ব্যবসায় শিক্ষা ২৮০টি আসন রয়েছে। ঢাকা কমার্স কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১৬০০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০০, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ১৮০০ ও ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) ১০০ আসন রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজে শুধু বিজ্ঞান বিভাগে ১২৬০ আসন রয়েছে। ঢাকা সিটি কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১০০০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১৫০, মানবিক ৮৭, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ৭০০ ও ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) ১৫০টি আসন রয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ৩২০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ৩৫৪, মানবিক ১৪০, ব্যবসায় শিক্ষা (বাংলা মাধ্যম) ৪০০ ও ব্যবসায় শিক্ষা (ইংরেজি মাধ্যম) ২৪০টি আসন রয়েছে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান ৪৫০, ব্যবসায় শিক্ষা ২৭৫ ও মানবিকে ৭৫টি আসন রয়েছে। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান (বাংলা মাধ্যম) ১০০, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) ১০০, মানবিক ১০০ ও ব্যবসায় শিক্ষা ১০০টি আসন রয়েছে।
যেভাবে ফল জানা যাবে : শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও প্রতি বছরের ন্যায় ফল জানতে পারবে শিক্ষার্থীরা। আর মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে ঝঝঈ লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। দাখিলের ফল পেতে উধশযরষ লিখে স্পেস দিয়ে গধফ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে ঝঝঈ লিখে স্পেস দিয়ে ঞবপ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।