পরশুরাম উপজেলায় স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা পাঠশালায় ইংরেজী নববর্ষের প্রথম দিনে রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে বই উৎসব উদ্বোধন করা হয়েছে। পরশুরামে সচেতন ও গুণীজনদের প্রথম পছন্দের স্কুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবক কামরুল ইসলাম মজুমদার। স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহি সদস্য এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঠিকাদার নুর মোস্তফা টিপু,মজিবুর রহমান মজনু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান জাহানারা বেগম, সহকারী শিক্ষক মোঃ আইয়ুব, মরিয়ম নেছা, বিবি মরিয়ম, আবদুল মোমিন এবং সম্মানিত অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
এসময় অতিথি বৃন্দ উপস্থিত সকল ছাত্র ছাত্রী দের হাতে ২০২৩ সেশনে নতুন বই তুলে দেন।