বর্ণিল আয়োজনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ফেনীর ছাগলনাইয়ায় জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি।

এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মেহেরুন নেছা বেগম ( শিমুল)। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আশরাফুন এন বি চৌধুরী(লুনা)।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ শাহাদাত
হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমিলা হক ট্রাস্টের অফিসার ইনচার্জ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জাফর হোসেন মজুমদার, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহেনা আক্তার, সেলিনা আক্তার, নজরুল ইসলাম, নাসির উদ্দিন, আমির হোসেন, রুমানা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, পশ্চিম দেবপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, পশ্চিম দেবপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, এলনা পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পূর্ব দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজ।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি সজিব, দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউছার হামিদ শিকদার
পিনু, এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য ওবায়দুল হক মজুমদার, মোহাম্মদ ফরিদ আহম্মদ, রাশেদ ও নাইউচিং মারমা সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন ৭ম থেকে ১০ শ্রেণির মেধাবী শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রোল নাম্বর এবং সিরিয়াল নাম্বার নির্ধারণের যে গৃহীত মূল্যায়ণ পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। পরীক্ষার ফলাফল ঘোষনা করেন জমিলা হক ট্রাস্টের’র
অফিসার ইনচার্জ জাফর হোসেন মজুমদার। এ সময় তিনি বলেন যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় সেরা দশে আছে তাদেরকে আগামী এক বছর সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা হবে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে।