আল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ইচ্ছাকৃতভাবে কোনো রকমের ওজর ছাড়া কোনো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পরকালে তো শাস্তি হবেই, দুনিয়াতেও কঠিন বিপদ-আপদ আসা স্বাভাবিক।
বিশিষ্ট সাহাবি হজরত আবু দারদা (রা.) বলেন, আমার বন্ধু (রাসুল সা.) আমাকে অসিয়ত করেছেন যে, ‘আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হলেও এবং তোমাকে জ্বালিয়ে ফেলা সত্ত্বেও। আর ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিহার করো না। কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিলে তার ওপর থেকে আল্লাহ তায়ালার দায়িত্ব উঠে যায়।’ (ইবনে মাজা, হাদিস : ৪০৩৪)।
এ দ্বারা বোঝা যায়, ইচ্ছাকৃতভাবে জেনে-বুঝে ফরজ নামাজ ছেড়ে দিলে সে আল্লাহর দায়িত্ব ও নিরাপত্তা থেকে বের হয়ে যায়। ফলে তার যেকোনো দুরবস্থা ঘটতে পারে।