দীর্ঘ তিন বছর অভিনয় ও নাটক লেখা থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছিলেন ইউটিউবের জনপ্রিয় অভিনতা ও নাট্যকার ফেনী জেলার পরশুরাম উপজেলার কৃতি সন্তান গাজী মাসুদ রানা। করোনা কালিন সময়ে সরকার ঘোষিত লকডাউনের কারনে তিনি অভিনয় এবং শুটিং বন্ধ রাখেন।
নাট্যকার ও অভিনেতা গাজী মাসুদ রানা বলেন, করোনা মহামারীর কারনে দেশে লকডাউন ঘোষনা করা হলে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় আর কোন কাজ করতে পারিনি, এ সময় আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। পরবর্তীতে লকডাউন শিথিল হওয়ার পর আর কাজ করা হয়ে উঠেনি। দীর্ঘ তিন বছর পর আবার নিজ এলাকা ফেনীতে জনপ্রিয় পরিচালক এফ আই ফিরুজী ভাইয়ের লেখা ও পরিচালনায় গল্প ” আত্মহত্যার আজব প্ল্যান” গল্পে মূল চরিত্রে কাজ করার আমন্ত্রণ জানান এবং আমিও ওনার আমন্ত্রণ সাদরে গ্রহন করি।
গত ২২এপ্রিল ফেনীর তৃপ্তি এগ্রো পার্কে উক্ত গল্পের শুটিং শেষ করি। এফ আই ফিরুজী’র লেখা “আত্মহত্যার আজব প্ল্যান” গল্পটি চমৎকার একটি গল্প যেখানে সমাজের জন্য গুরুত্বপূর্ণ ও শিক্ষনিয় অনেক মেসেজ রয়েছে। আশা করি গল্পটি দর্শকদের অনেক ভালো লাগবে। এই ঈদে গল্পটি ঢাকঢোল মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
গাজী মাসুদ রানা দীর্ঘ ২৮ বছর নাট্য জগতে কাজ করে যাচ্ছেন, বেশির ভাগ সময়ে তিনি থাকেন পর্দার আড়ালে। ১৯৯৪ সালে নিজ উপজেলা পরশুরামে মঞ্চ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন গুনী এই অভিনেতা, ১৯৯৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি মঞ্চ নাটকে কাজ করেন। ২০০৮ সালে ফেনীর আঞ্চলিক ভাষায় তার লেখা বেশ কিছু ভিডিও (সিডি) নাটক নির্মাণ করেন তিনি। কর্মব্যস্ততার পাশাপাশি অভিনয় ও নাটক নির্মাণ এবং নাটক লেখা চালিয়ে যান। তার লেখা গল্পে কাজ করেন দেশের জনপ্রিয় টিভি অভিনেতা ও অভিনেত্রী’রা। তিনি আরো জানান, ঈদের পর আবার নাটক নির্মাণে কাজ শুরু করবেন এবং কয়েক জন প্রযোজকের সাথে এ ব্যাপারে আলাপও চলছে।
অভিনয়, নাটক লেখার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত আছেন। ২০০৭ সালে ফেনীর স্থানীয় পত্রিকা সাপ্তাহিক অতএব পত্রিকার মাধ্যমে গণমাধ্যমে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৭ সাল থেকে এখনো পর্যন্ত স্থানীয় এবং জাতীয় পত্রিকায় কাজ যাচ্ছেন। এ ছাড়াও তিনি ২০০৯ সালে পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং স্থানীয় জনপ্রিয় দৈনিক সমসাময়িক প্রতিদিন পত্রিকায় কর্মরত আছেন।